দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮
ছবি: বাসস

কুমিল্লা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলার মনোহরপুরে রাজ রাজেশ্বরী কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

আজ রোববার মনোহরপুরের রাজ রাজেশ্বরী কালীবাড়ী মন্দিরে উপহার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। 

এছাড়াও কুমিল্লা-৬ নির্বাচনি এলাকার ১৩১টি পূজামণ্ডপে নগদ অর্থসহ এই শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিন-উর- রশিদ ইয়াছিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

এ সময় হাজি আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, হিন্দু সম্প্রদায়ের অনেকের মুখে প্রায়ই শোনা যায় তারা সংখ্যালঘু। অথচ বাস্তবে তারা সংখ্যালঘু নন, এদেশেরই নাগরিক, ভূমিপুত্র-ভূমিকন্যা।

প্রধান অতিথি হাজি ইয়াছিন আরও বলেন, পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু কেউই সংখ্যালঘু নয়। আমরা সকলেই এই দেশের নাগরিক, আমাদের বাপ-দাদারা এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন। নাগরিকদের মধ্যে কোনো শ্রেণিবিভেদ নেই। চলুন আমরা এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহিরুল হক, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, পূজা উদযাপন পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক নারায়ণ সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের পূজা মণ্ডপ পরিদর্শন
সাতক্ষীরার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
যুবলীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার
৪ লাখ ৬৭ হাজার টাকার হজ প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের
শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা 
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার কাপ পর্ব শুরু
দিনাজপুরে এলএসডির ৩১৯ টন চাল ও ৪,২৭৮ বস্তা আত্মসাতের ঘটনায় দুদকের মামলা
ডিমলায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত
যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বাস করছে: দুদু
দুর্গোৎসব শুরু, আগামীকাল সপ্তমী
১০