জবিতে ড্রাইভার ও হেলপারদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১
জবিতে ড্রাইভার ও হেলপারদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ছবি : বাসস

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “দক্ষ চালক, নিরাপদ যাত্রা এবং সচেতনতা বৃদ্ধি” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের এ প্রশিক্ষণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, কোনো রকম প্রশিক্ষণ বা পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই ড্রাইভিং লাইসেন্স প্রদান একটি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। একজন দক্ষ চালকের গাড়ি চালনার টেকনিক্যাল জ্ঞান, গাড়ির ইঞ্জিন সম্পর্কিত ধারণা এবং নৈতিকতা থাকা আবশ্যক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, দেশে পরিবহনখাতে সৃষ্ট দুর্ঘটনার একটি বড় অংশ ঘটে অদক্ষ চালক ও হেলপারদের কারণে। পাশাপাশি ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন এবং মেয়াদোত্তীর্ণ গাড়িও দুর্ঘটনার জন্য দায়ী। সড়কে শৃঙ্খলা আনতে ট্রাফিক আইন মেনে চলা, ফুটওভার ব্রিজ ব্যবহার, সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।

প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মো. মেসবাহ-উল আজম সওদাগর।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এবং কোতয়ালী ট্রাফিক জোনের পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান।

দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল ড্রাইভার ও হেলপার অংশগ্রহণ করে তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে মাসব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু
মোল্লাহাটে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ 
১৫ দিনের মধ্যে অটোরিকশা ভাড়া নির্ধারণ করা হবে : এসএমপি কমিশনার
নিউইয়র্কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে : তৌহিদ
দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের পূজা মণ্ডপ পরিদর্শন
সাতক্ষীরার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
যুবলীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার
৪ লাখ ৬৭ হাজার টাকার হজ প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের
শিগগিরই তথ্য কমিশন গঠন করা হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা 
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার কাপ পর্ব শুরু
১০