চট্টগ্রামে হারানো স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৪
ছবি: বাসস

চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নগরীতে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮ হাজার ৯০০ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সিএমপি পুলিশ।

আজ রোববার কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন সাইফুল ইসলাম (৩৯)। এ সময় তারা অজ্ঞাত একটি সিএনজিতে চড়ে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ এলাকায় পৌঁছান। ভাড়া পরিশোধ করে সিএনজি থেকে নামার সময় অসাবধানতাবশত তার স্ত্রীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ব্যাগটি সিএনজি থেকে নিতে ভুলে যান।

পরবর্তীতে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযোগের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় চালকের অবস্থান শনাক্ত করে বাকলিয়া থানার বাদিয়ারটেক এলাকায় তাকে আটক করা হয়। পরে চালকের স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজত থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বলেন, অভিযোগের পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তে নামে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিএনজি শনাক্ত করে ফেলে যাওয়া স্বর্ণ ও নগদ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
ঢাবি উপাচার্যের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপকের সাক্ষাৎ
নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত
খাগড়াছড়িতে তিন পাহাড়ি নিহতের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
চট্টগ্রামে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দম্পতিসহ আটজনের বিরুদ্ধে দুদকের মামলা
‘আমরা ধ্বংস হয়ে যাব’: নিষেধাজ্ঞা পুনর্বহালে ইরানিদের উদ্বেগ
১৯০ কোটি টাকা আত্মসাত, ৭ ব্যাংক কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা
১০