পর্যটন ও টেকসই রূপান্তর : বাংলাদেশের প্রেক্ষাপট শীর্ষক- গোলটেবিল বৈঠক 

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫(বাসস): বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘পর্যটন ও টেকসই রূপান্তর: বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক আজ রবিবার রাজধানীর ডেইস হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ট্যুরিজম অ্যালায়েন্স সোসাইটি অন্ষ্ঠুানটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা। সভায় সভাপতিত্ব করেন এইচ. এম. হাকিম আলী।

সভায় বাংলাদেশের পর্যটন খাতের বিশাল সম্ভাবনা, বিশেষ করে টেকসই ইকো-ট্যুরিজম এবং সরকারি সংস্থা, বেসরকারি খাত ও স্থানীয় অংশীজনদের মধ্যে যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। সভায় প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর অংশগ্রহণকারীরা আরও গুরুত্ব আরোপ করেন, যা আন্তর্জাতিক পর্যটক আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল একরাম ট্যুরিজম অ্যালায়েন্স সোসাইটির উদ্দেশ্য ও ভিশন সম্পর্কে অবহিত করেন এবং টেকসই পর্যটনের উন্নয়নে সকল অংশীজনের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
ড্যাপ সংশোধন ও ঢাকা মহানগর ভবন নির্মাণ বিধিমালা-২০২৫ খসড়ার নীতিগত অনুমোদন
জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা: মান্না
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় ফিরছে আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের
সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত
ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি : চসিক মেয়র
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে জরিমানা
শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি
পিরোজপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, সিলগালা
১০