জলমহাল দেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ : ভূমি সচিব

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, জলমহাল (নদী, খাল, বিল, হাওর, বাওড়সহ বিভিন্ন প্রকার জলাশয়) বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো শুধু মাছের উৎপাদন ও জীবিকার ক্ষেত্র নয়, পরিবেশের ভারসাম্য, নৌপরিবহন, কৃষি, পানির সরবরাহ ইত্যাদিতেও বড় অবদান রাখে। 

‘সরকারি জলমহাল অধ্যাদেশ, ২০২৫’ শীর্ষক প্রণয়নাধীন অধ্যাদেশের খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে আজ রোববার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জলমহাল এটি দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও সমাজ জীবনে বহুমুখী অবদান রাখছে। তাই জলমহালগুলোর সুষ্ঠু ব্যবহার, সংরক্ষণ ও উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান সিনিয়র সচিব। 

তিনি বলেন, সরকারি মালিকানাধীন জলমহালসমূহ, সরকারের দখল বজায় রাখা, রেকর্ড সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা প্রয়োজন। 

কর্মশালায় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) ড. মাহমুদ হাসান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমানসহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
ড্যাপ সংশোধন ও ঢাকা মহানগর ভবন নির্মাণ বিধিমালা-২০২৫ খসড়ার নীতিগত অনুমোদন
জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা: মান্না
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় ফিরছে আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের
সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত
ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি : চসিক মেয়র
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে জরিমানা
শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি
পিরোজপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, সিলগালা
১০