ডিমলায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২

নীলফামারী, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার ডিমলা উপজেলায় মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন । আজ রোববার সকালে উপজেলার সটিবাড়ি বাজারের কাছে ঘটনাটি ঘটে। তিনি সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া মাদ্রাসার সহকারী সুপার এবং উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের বুড়ির হাট গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মো. রফিকুল ইসলাম সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে সঠিবাড়ি বাজারের কাছে গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে পৌঁছলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বজনরা জানান, নিহত রফিকুল ইসলাম খালিশা চাপানী ইউনিয়ন জামায়াতে ইসলামের সাবেক আমীর ও শ্রমিক কল্যাণ পরিষদের বর্তমান উপজেলা সেক্রেটারি ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে এলাহী বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি । নিহতের স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই তার মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন।’


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ স্থগিত
খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা 
ভারতে পদদলিত হয়ে নিহত ৪০, বিজয়ের ঘনিষ্ঠ ৩ জনের বিরুদ্ধে মামলা
জুলাই-আগস্টে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে
মহাষষ্ঠীর মধ্য দিয়ে লালমনিরহাটে দুর্গাপূজা শুরু
রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষায় উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
আইসিসির উদীয়মান খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের নিশি
১০