নীলফামারী, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার ডিমলা উপজেলায় মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন । আজ রোববার সকালে উপজেলার সটিবাড়ি বাজারের কাছে ঘটনাটি ঘটে। তিনি সম্মিলিত বন্দর খড়িবাড়ি ও ছাতনাই বালাপাড়া মাদ্রাসার সহকারী সুপার এবং উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের বুড়ির হাট গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মো. রফিকুল ইসলাম সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে সঠিবাড়ি বাজারের কাছে গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে পৌঁছলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বজনরা জানান, নিহত রফিকুল ইসলাম খালিশা চাপানী ইউনিয়ন জামায়াতে ইসলামের সাবেক আমীর ও শ্রমিক কল্যাণ পরিষদের বর্তমান উপজেলা সেক্রেটারি ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে এলাহী বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি । নিহতের স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই তার মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন।’