নিউইয়র্কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে : তৌহিদ

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

নিউইয়র্ক, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শনিবার বলেছেন, প্রধান উপদেষ্টাসহ বর্তমানে নিউইয়ক সফররত উপদেষ্টাগণ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর সম্প্রতি রাজনৈতিক নেতাদের ওপর চালানো উদ্দেশ্যপ্রণোদিত হামলার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, ‘চারজন উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা একসঙ্গে বসেছিলেন, এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।’

ম্যানহাটনের নিউইয়র্ক ম্যারিয়ট মার্কুইস (১৫৩৫ ব্রডওয়ে) হোটেলে আয়োজিত ‘এনআরবি কানেক্ট ডে: এম্পাাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তৌহিদ জানান, কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং কীভাবে নেওয়া হবে সে বিষয়েও আলোচনা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে সঙ্গী রাজনৈতিক নেতাদের ওপর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

এতে আরও অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
ড্যাপ সংশোধন ও ঢাকা মহানগর ভবন নির্মাণ বিধিমালা-২০২৫ খসড়ার নীতিগত অনুমোদন
জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা: মান্না
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় ফিরছে আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের
সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত
ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি : চসিক মেয়র
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে জরিমানা
শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি
পিরোজপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, সিলগালা
১০