নীলফামারীতে মাসব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬
ছবি : বাসস

নীলফামারী, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় মাসব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। আজ রোববার সকালে জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়। 

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। আজ দিনব্যাপী এই ক্যাম্পে ২২০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাকির হোসেন, দোস্ত এইড বাংলাদেশ  সোসাইটির প্রকল্প ব্যবস্থাপক মো. আবুল কায়েস প্রমুখ।

আয়োজকরা জানান, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অর্থায়নে ও মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় পরিচালিত মাসব্যাপী এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে জেলার ছয় উপজেলায় ছয় শতাধিক রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। পাশাপাশি চোখের অন্যান্য সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে। যা দীর্ঘমেয়াদে তাদের কর্মক্ষমতা ও জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, আজ ক্যাম্পের প্রথম দিনে ২২০জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা  দেওয়া হয়েছে। এর মধ্য থেকে ২০জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করে সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘তথ্য পাওয়ার পথ প্রশস্ত করেছে তথ্য অধিকার আইন’
২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ স্থগিত
খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা 
ভারতে পদদলিত হয়ে নিহত ৪০, বিজয়ের ঘনিষ্ঠ ৩ জনের বিরুদ্ধে মামলা
জুলাই-আগস্টে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে
মহাষষ্ঠীর মধ্য দিয়ে লালমনিরহাটে দুর্গাপূজা শুরু
রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষায় উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে ‘বিশেষ কিছু হওয়ার’ আভাস দিলেন ট্রাম্প
১০