নীলফামারীতে মাসব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬
ছবি : বাসস

নীলফামারী, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় মাসব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। আজ রোববার সকালে জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়। 

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। আজ দিনব্যাপী এই ক্যাম্পে ২২০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাকির হোসেন, দোস্ত এইড বাংলাদেশ  সোসাইটির প্রকল্প ব্যবস্থাপক মো. আবুল কায়েস প্রমুখ।

আয়োজকরা জানান, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির অর্থায়নে ও মরিয়ম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় পরিচালিত মাসব্যাপী এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে জেলার ছয় উপজেলায় ছয় শতাধিক রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। পাশাপাশি চোখের অন্যান্য সমস্যার চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে। যা দীর্ঘমেয়াদে তাদের কর্মক্ষমতা ও জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, আজ ক্যাম্পের প্রথম দিনে ২২০জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা  দেওয়া হয়েছে। এর মধ্য থেকে ২০জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করে সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
রাজশাহীতে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
আল্লামা ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাবি ও প্রেসক্লাবে সেমিনার
সাংবাদিকদের দলবাজি ত্যাগ করে পেশাদারিত্ব সমুন্নত রাখতে হবে : এম আবদুল্লাহ
এমন রাষ্ট্র গড়বো যেখানে ক্ষমতা মানে ভালোবাসা, দায়িত্ব মানে সেবা : শারমীন এস মুরশিদ
২৩ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুল 
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত
১০