নীলফামারীতে বিশ্ব নদী দিবস পালিত

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯
ছবি : বাসস

নীলফামারী, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আজ বিশ্ব নদী দিবস। এ উপলক্ষে আজ সকালে জেলার ডোমার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সহযোগিতায় জেলা রিভারাইন পিপল এই কর্মসূচি আয়োজন করে।

জেলা রিভারাইন পিপলের সমন্বয়ক আবদুল ওয়াদুদের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদ, সমাজকর্মী মো. মশিউর রহমান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ইবনে সাঈদ ও  অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মাহবুবুর রহমান।

ড. তুহিন ওয়াদুদ সভায় নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদীগুলোর পরিচিতি তুলে ধরেন। শালকী, দেওনাই, বুড়িখোড়া, কুমলাইসহ কয়েকটি নদী রক্ষা কমিটির সংগঠক এ সভায় উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সুশীল সমাজের প্রতিনিধিদের
দর্শনার্থীদের নজর কাড়বে চরবানিয়ারি পূজামণ্ডপের ১৭১টি প্রতিমা 
শিগগিরই ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করা হবে : মাহফুজ আলম
নীলক্ষেতে ডাকসুর ব্যালট ছাপানোর তথ্য কর্তৃপক্ষকে জানায়নি ভেন্ডর : ঢাবি উপাচার্য
‘তথ্য পাওয়ার পথ প্রশস্ত করেছে তথ্য অধিকার আইন’
২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ স্থগিত
খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা 
ভারতে পদদলিত হয়ে নিহত ৪০, বিজয়ের ঘনিষ্ঠ ৩ জনের বিরুদ্ধে মামলা
জুলাই-আগস্টে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে
মহাষষ্ঠীর মধ্য দিয়ে লালমনিরহাটে দুর্গাপূজা শুরু
১০