গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪০
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : পিআইডি

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গুজব সৃষ্টিকারীদের কোনো অবস্থাতেই বরদাশত করা হবে না।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনসমক্ষে সঠিক ও স্পষ্ট বার্তা প্রচারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘দুর্গাপূজা নিয়ে কোনো শঙ্কা নেই। কিছু সংখ্যক ফ্যাসিস্টের দোসর শঙ্কার কথা বলছে। আমি ইতোমধ্যে অনেকগুলো পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। এবার দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।’

উপদেষ্টা জানান, এবার সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায় এক হাজার বেশি। তিনি বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মণ্ডপে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন শুরু করেছে। আগামী ২ অক্টোবর দশমী (প্রতিমা বিসর্জনের দিন) পর্যন্ত মোট নয় দিন সারা দেশে ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য এ দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও জানান, দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য কাজ করছেন। পাশাপাশি ৭০ হাজার পুলিশ সদস্য এবং ৪৩০ প্লাটুন বিজিবি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মণ্ডপ কমিটির সাতজন সদস্য প্রতিটি পূজা মণ্ডপে পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীদের সহজে শনাক্তকরণের জন্য পুলিশ, আনসার এবং জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে।’

উপদেষ্টা জানান, ‘প্রতিটি পূজা মণ্ডপের কার্যক্রম মনিটরিংয়ের জন্য স্বেচ্ছাসেবীদের এনটিএমসি’র অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
ড্যাপ সংশোধন ও ঢাকা মহানগর ভবন নির্মাণ বিধিমালা-২০২৫ খসড়ার নীতিগত অনুমোদন
জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা: মান্না
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় ফিরছে আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের
সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত
ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি : চসিক মেয়র
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে জরিমানা
শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি
পিরোজপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, সিলগালা
১০