বিপুল ইসলাম
লালমনিরহাট, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): মহাষষ্ঠীর অঞ্জলি ও অধিবাসের মধ্য দিয়ে জেলায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্মীয় রীতি অনুযায়ী দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হওয়ার পর জেলার প্রতিটি পূজামণ্ডপে শুরু হয়েছে আনুষ্ঠানিক পূজা-অর্চনা। কাঁসর-ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে ভরে উঠেছে মণ্ডপগুলো। ভক্তরা ভক্তিভরে দেবী দুর্গার পূজা-অর্চনায় নিমগ্ন হয়ে পালন করছেন শারদীয় দুর্গোৎসবের নানা ধর্মীয় আচার।
পঞ্জিকা মতে, দুর্গোৎসব পাঁচ দিনব্যাপী মহোৎসব। গত ২১ সেপ্টেম্বর শুভ মহালয়ার পুণ্যলগ্নে দেবীপক্ষের সূচনা হয়। এর ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় পঞ্চমী তিথিতে দেবীর বোধন (জাগরণ) সম্পন্ন হয়। আজ রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো মূল উৎসব। আগামী সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী পালিত হবে। আর ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এ মহোৎসবের।
লালমনিরহাট জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর লালমনিরহাট জেলায় মোট ৪৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১৬২টি, আদিতমারীতে ১১৪টি, কালীগঞ্জে ৯১টি, হাতীবান্ধায় ৭২টি এবং পাটগ্রামে ২৯টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, জেলা সদরের শ্রী গৌরিশংকর গোশালা সোসাইটি দুর্গা মন্দির, কালিবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, কাচারীবাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরসহ জেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা সাজসজ্জা ও শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বড়বাড়ী বাজার শিবকালী ও দুর্গা মন্দিরের সভাপতি নিমাই চন্দ্র পাল জানান, ‘দুর্গাপূজার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি প্রশাসনের সহযোগিতায় নির্বিঘ্নেই পূজা সম্পন্ন হবে।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি গুরুচরণ রায় বাসসকে বলেন, ‘রাজনৈতিক দল ও প্রশাসনের সমন্বয়ে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
জেলা পূজা উদযাপন পরিষদের সমন্বয়ক হীরালাল রায় বলেন, ‘মায়ের আশীর্বাদে অন্যান্য সময়ের থেকেও এবার অনেকটা শান্তিপূর্ণভাবে পূজার কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করছি’।
পূজা উপলক্ষে জেলায় নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা প্রতিটি মণ্ডপে দায়িত্ব পালন করছেন।
জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বাসসকে বলেন, ‘শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এসময় গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর রয়েছেন।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘উৎসবকে ঘিরে সর্বস্তরের মানুষ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কাজ করছে।’
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে লালমনিরহাট এখন উৎসবের আমেজে ভরপুর। আলো ঝলমলে সাজসজ্জা, প্রতিমার বাহারি রূপ আর ভক্তদের ভিড়ে প্রতিটি মণ্ডপ পরিণত হয়েছে মিলনমেলায়।