‘তথ্য পাওয়ার পথ প্রশস্ত করেছে তথ্য অধিকার আইন’

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬
ছবি : বাসস

রংপুর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : তথ্য অধিকার আইনকে জনগণের অধিকার নিশ্চিত করার একটি কার্যকর হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে আলোচনা সভায় বক্তারা বলেছেন, এই আইন নাগরিকদের জন্য তথ্য পাওয়ার পথ প্রশস্ত করেছে।

আজ রোববার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন এবং টিআইবি রংপুর শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম এবং রংপুর টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আলমগীর কবির।

জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইনের প্রয়োগকারী জনগণ। তথ্যকে তাদের অধিকার হিসেবে সহজে পাওয়ার পথ প্রশস্ত করেছে এই আইন।

তিনি আরও বলেন, বিনামূল্যে তথ্য সরবরাহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে।

তথ্য অধিকার আইনের প্রচারের বিষয়ে তিনি বলেন, আইনটি কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সচেতনতার অভাবে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি।

তিনি তথ্য অধিকার আইনের ব্যাপক প্রচারের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রতিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য আপলোড, তথ্য প্রাপ্তির সময়সীমা কমানো এবং তথ্য অধিকার আইনের ব্যাপক প্রচারের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

সভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে সরকারি গ্রিন বিল্ডিং : পরিবেশ উপদেষ্টা
দুর্গাপূজা পূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় ১ জন নিহত
ভারতকে ১৪৭ রানের টার্গেট দিল পাকিস্তান
রংপুর বিভাগে দুর্গাপূজা উপলক্ষে ৪৬,৬৯৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
সাতকানিয়া থেকে ৩ মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রাম বন্দর শতভাগ ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করবে : বন্দর চেয়ারম্যান
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫
১০