‘তথ্য পাওয়ার পথ প্রশস্ত করেছে তথ্য অধিকার আইন’

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬
ছবি : বাসস

রংপুর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : তথ্য অধিকার আইনকে জনগণের অধিকার নিশ্চিত করার একটি কার্যকর হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে আলোচনা সভায় বক্তারা বলেছেন, এই আইন নাগরিকদের জন্য তথ্য পাওয়ার পথ প্রশস্ত করেছে।

আজ রোববার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন এবং টিআইবি রংপুর শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম এবং রংপুর টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আলমগীর কবির।

জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইনের প্রয়োগকারী জনগণ। তথ্যকে তাদের অধিকার হিসেবে সহজে পাওয়ার পথ প্রশস্ত করেছে এই আইন।

তিনি আরও বলেন, বিনামূল্যে তথ্য সরবরাহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে।

তথ্য অধিকার আইনের প্রচারের বিষয়ে তিনি বলেন, আইনটি কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সচেতনতার অভাবে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো সম্ভব হয়নি।

তিনি তথ্য অধিকার আইনের ব্যাপক প্রচারের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রতিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য আপলোড, তথ্য প্রাপ্তির সময়সীমা কমানো এবং তথ্য অধিকার আইনের ব্যাপক প্রচারের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

সভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
ড্যাপ সংশোধন ও ঢাকা মহানগর ভবন নির্মাণ বিধিমালা-২০২৫ খসড়ার নীতিগত অনুমোদন
জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে এক গুণগত পরিবর্তনের সূচনা: মান্না
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় ফিরছে আফগানিস্তান
দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের লক্ষ্য পাকিস্তানের
সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত
ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি : চসিক মেয়র
চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে জরিমানা
শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি
পিরোজপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, সিলগালা
১০