শেরপুরে বন্য হাতির তাণ্ডবে জমির ধান নষ্ট

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৪:৪৯
শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ৫ একর জমির আমন আবাদের ক্ষয়ক্ষতি করেছে। ছবি: বাসস

শেরপুর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার নালিতাবাড়ীতে বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ৫ একর জমির আমন আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

গতকাল শুক্রবার ভোরে উপজেলার পোড়াগাও ইউনিয়নের পশ্চিম সমশ্চূড়ার ঝোরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

গতকাল সন্ধা ৭টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা মো. দেওয়ান আলী।

স্থানীয় সূত্রে জানা যায় , শুক্রবার গভীর রাতে ৩০/৩২ টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। এসময় বন্যহাতির দল স্থানীয় পশ্চিম সমশ্চূড়া গ্রামের কৃষক মোশাররফ হোসেন, মো. সাইদ মিয়া, শামসুন্নাহার, জুলেখা বেগম, মো. আবু বকর সহ ১৪ /১৫ কৃষকের প্রায় ৫ একর জমির আমন ধানের ফসল পা দিয়ে মাড়িয়ে বিনষ্ট করে।

এদিকে সংসার চালানোর একমাত্র অবলম্বন এই ফসল নষ্টে বিপদে পড়েছেন পাহাড়ি জনপদের কৃষকেরা।

ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ হোসেন জানান,প্রতি বছর হাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয় চলে আসে। গতকালও গভীর রাতে হাতির দল এসে আমার প্রায় ২ একর আমন ধানের ফসল নষ্ট করেছে। এবার ধানের সঙ্গে আমার একটি মাছের ঘেরেও হাতি নেমে পড়ায় দু'পাড় ভেঙে  ৩০/৪০ হাজার টাকার মাছ বেরিয়ে গেছে। আমাদের দাবী সরকার যেন এই সমস্যার স্থায়ী সমাধান করে।

একই গ্রামের বিধবা কৃষাণী জুলেখা বেগম বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ এবং ধার দেনা করে পৌনে ২ একর জমিতে আমন আবাদ করেছি। একরাতেই আমার সব ফসল হাতি নষ্ট করে ফেলেছে। 

এবিষয়ে মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা  বলেন, আমরা ক্ষতিগ্রস্ত গ্রাম ও  ধানক্ষেত পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। যথাযথ নিয়ম মেনে তারা আবেদন করলে, সরকারি ভাবে ক্ষতিপূরণ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০