খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহার

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৯:৫৪
খাগড়াছড়িতে স্থগিতকৃত অবরোধ প্রত্যাহার। ছবি: বাসস

খাগড়াছড়ি, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়িতে স্থগিতকৃত অবরোধ প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা।

আজ শনিবার সকালে তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে আশাবাদ ব্যক্ত করে যে, স্থানীয় প্রশাসন তাদের ৮ দফা দাবি মেনে নেবে।

বিবৃতিতে বলা হয়, “প্রশাসন তাদের দেওয়া ৮ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তারা প্রশাসনের কাছে তাদের দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যও অনুরোধ জানিয়েছেন।”

প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল আবার শুরু হয়েছে এবং দোকানপাট খুলে দেওয়া হয়েছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে জুম্ম ছাত্র জনতা এক কিশোরী ধর্ষণের অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধর্ষকদের গ্রেফতারের দাবিতে মিছিল, সভা, সমাবেশ এবং অবরোধসহ বিক্ষোভ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ইথিওপিয়ায় মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব: আফ্রিকা সিডিসি
খুলনাঞ্চলে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা
আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন : জেলেনস্কি
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াতের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন : তারেক রহমান
১০