খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহার

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৯:৫৪
খাগড়াছড়িতে স্থগিতকৃত অবরোধ প্রত্যাহার। ছবি: বাসস

খাগড়াছড়ি, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়িতে স্থগিতকৃত অবরোধ প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা।

আজ শনিবার সকালে তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে আশাবাদ ব্যক্ত করে যে, স্থানীয় প্রশাসন তাদের ৮ দফা দাবি মেনে নেবে।

বিবৃতিতে বলা হয়, “প্রশাসন তাদের দেওয়া ৮ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তারা প্রশাসনের কাছে তাদের দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যও অনুরোধ জানিয়েছেন।”

প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকের পর এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল আবার শুরু হয়েছে এবং দোকানপাট খুলে দেওয়া হয়েছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে।

গত ২৩ সেপ্টেম্বর থেকে জুম্ম ছাত্র জনতা এক কিশোরী ধর্ষণের অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধর্ষকদের গ্রেফতারের দাবিতে মিছিল, সভা, সমাবেশ এবং অবরোধসহ বিক্ষোভ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০