আগামী ৬ অক্টোবর উদযাপিত হবে বিশ্ব বসতি দিবস

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ২০:১৭

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : আগামী সোমবার উদযাপিত হবে বিশ্ব বসতি দিবস। এবারের প্রতিপাদ্য- “পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া”।

এ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে—আগামী ৬ অক্টোবর সোমবার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ, গোয়েন লুইস আলোচনা সভায় উপস্থিত থাকবেন।

এছাড়া, এদিন র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি সকাল সাড়ে আটটায় জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হবে।

দিবসটি উদযাপন উপলক্ষে আগামী ৬ ও ৭ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আবাসন ও নির্মাণখাতের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ও ‘সবার জন্য আবাসন’ বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে এমআইএসটি’র প্রফেসর ড. সুদিপ্তী বিশ্বাস “ রিজাইলেন্ট কমিউনিটি ওয়েসিস : ইনক্লুসিভ পাবালক ওপেন স্পেসেস ফর আর্থকোয়েক প্রিপিয়ার্ডনেস”,  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদ সদস্য উষাতন মেহেরা খুশি “অ্যান অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট এন্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ : ফেইলর্স, সাকসেস, ফ্যাক্টরর্স এন্ড এ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভলপমেন্ট” এবং  হ্যাবিটেট ফর হিউম্যানিটির কান্ট্রি ডিরেক্টর  “জার্নি টুওয়ার্ড হাউজিং সলিউশন অ্যামিড দ্য আরবান ক্রাইসিস” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

এছাড়া, ৬ অক্টোবর সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
রংপুরকে হারিয়ে দ্বিতীয় জয় রাজশাহীর
সাদমানের প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বড় জয়
টি-টোয়েন্টিতে ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড মুস্তাফিজের
১০