নৌপরিবহন উপদেষ্টা ও ইউএই’র জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর বৈঠক

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ২০:২২
ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই বৈঠক করেছেন।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদিসহ বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান সৃষ্টি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বন্দর সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়। 

বৈঠকে ইউএই’র জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই এডি পোর্টস এবং ডিপি ওয়ার্ল্ড প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা সমর্থন কামনা করেন। 

আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

নৌপরিবহন উপদেষ্টা এ সময় সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ইউএই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এছাড়া উপদেষ্টা বৈঠকে বাংলাদেশি নাবিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এ বিষয়ে ইউএই মন্ত্রী আশ্বাস দেন যে, বিষয়টি দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাপূর্বক পরবর্তীতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে। 

নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের মেরিন একাডেমির প্রশিক্ষকদের উন্নত ও আধুনিক প্রশিক্ষণ প্রদানের জন্য ইউএই সরকারের প্রতি আহবান জানান। এ লক্ষ্যে উভয় দেশের মধ্যে এমওইউ স্বাক্ষর করা যেতে পারে মর্মে তিনি উল্লেখ করেন।

বৈঠকের শেষে উভয়পক্ষই বন্ধুপ্রতীম এই দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ইথিওপিয়ায় মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব: আফ্রিকা সিডিসি
খুলনাঞ্চলে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা
আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন : জেলেনস্কি
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াতের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন : তারেক রহমান
১০