ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : অতীতের যে কোনো সময়ের চেয়ে এ বছর সারাদেশে নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। কোথাও কোনো পূজামণ্ডপে অঘটন বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর আন্তরিক প্রচেষ্টা এবং সর্বাত্মক সহযোগিতার ফলেই এটি সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পূজা উদযাপন শান্তিপূর্ণ করতে পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো ভূমিকা পালন করেছে। সারাদেশে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকেও ছিল কড়া নিরাপত্তা। এছাড়া বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এলাকার পূজামণ্ডপে নিরাপত্তার জন্য কাজ করেছেন।
নিরাপত্তার স্বার্থে মণ্ডপে মণ্ডপে লাগানো হয় সিসিটিভি ক্যামেরা এবং মণ্ডপ পাহারায় গঠন করা হয় স্বেচ্ছাসেবক কমিটি।
পূজা উদযাপন কমিটির নেতারা বলেন, আন্তবর্তী সরকারের যথাযথ পদক্ষেপের ফলে এবারের শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত ২৮ সেপ্টেম্বর দেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়। ৫ দিনব্যাপী এ উৎসব ২ অক্টোবর বিজয়া দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়।
সারাদেশে এবছর ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরে পূজামণ্ডপের সংখ্যা ছিল ২৫৮টি। এসব মণ্ডপে শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বাসসকে বলেন, এ বছর সারাদেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় সহযোগিতার ফলেই দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিজয় দশমী শেষে সন্ধ্যায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, কোনো অঘটন ছাড়াই এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
দুর্গাপূজা ঘিরে দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আমাদের শঙ্কা ছিল, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোথাও কোথাও হয়তো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হতে পারে। দু-এক জায়গায় কিছু চেষ্টাও হয়েছিল, তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তা সঙ্গে সঙ্গে প্রতিরোধ করেছে।
এই সফলতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বাহারুল আলম বলেন, সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিক সহযোগিতার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সার্বক্ষণিক নিবিড় তৎপরতার কারণেই এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করা সম্ভব হয়েছে।