ভাষাসৈনিক আহমদ রফিকের প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রদ্ধাঞ্জলি

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ২০:৫৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ভাষাসৈনিক আহমদ রফিকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আজ সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন)।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব, বিভিন্ন বিভাগের পরিচালকসহ একাডেমির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আহমদ রফিক ছিলেন বাংলাদেশের একজন মুক্তমনা সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি একাধারে কবি, প্রবন্ধকার ও গবেষক। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও লেখনীসংক্রান্ত গবেষণায় বিশেষ অবদানের জন্য টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন চিকিৎসক।

মহাপরিচালক বলেন, “আহমদ রফিক দেশের মহান ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং আজীবন বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করেছেন। ভাষা ও সংস্কৃতির জন্য তাঁর অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

সূত্র আরও জানায়, আহমদ রফিক ছিলেন মহান ভাষা আন্দোলনের একজন সাহসী সৈনিক। আজীবন মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে তিনি অসামান্য অবদান রেখে গেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মনে করে, আহমদ রফিকের জীবন ও কর্ম আগামী প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে। তাঁর প্রজ্ঞা, লেখনী ও চিন্তাধারা জাতির সাংস্কৃতিক অগ্রযাত্রায় অবিস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০