মিরসরাইয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৫৫

চট্টগ্রাম উত্তর (মিরসরাই), ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মিরসরাই থানার চাঞ্চল্যকর হারুন হত্যা মামলার প্রধান আসামি শাহিন আলমকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পত্নীতলা থানাধানী মহেশপুর কদমকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গ্রেপ্তার শহিন সম্পর্কে নিহতের আপন ভাগ্নে। তিনি মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া গ্রামের মো. হালিমের ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম হারুন অর রশিদ একজন প্রবাসী। গত ৩০ এপ্রিল তিনি ছুটিতে দেশে আসেন। দীর্ঘদিন ধরে হারুনের সঙ্গে বোন শাহেনা বেগমের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসায় গত ৯ জুলাই বিকেলে স্থানীয়দের নিয়ে বৈঠক চলাকালে বোন ও ভাগ্নের সঙ্গে তার বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাগ্নে শাহিনকে চড় মারেন হারুন। এতে ক্ষিপ্ত হয়ে বসতঘর থেকে ছুরি এনে মামা হারুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান শাহিন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার শাহিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০