মিরসরাইয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১১:৫৫

চট্টগ্রাম উত্তর (মিরসরাই), ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মিরসরাই থানার চাঞ্চল্যকর হারুন হত্যা মামলার প্রধান আসামি শাহিন আলমকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পত্নীতলা থানাধানী মহেশপুর কদমকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গ্রেপ্তার শহিন সম্পর্কে নিহতের আপন ভাগ্নে। তিনি মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া গ্রামের মো. হালিমের ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম হারুন অর রশিদ একজন প্রবাসী। গত ৩০ এপ্রিল তিনি ছুটিতে দেশে আসেন। দীর্ঘদিন ধরে হারুনের সঙ্গে বোন শাহেনা বেগমের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ মীমাংসায় গত ৯ জুলাই বিকেলে স্থানীয়দের নিয়ে বৈঠক চলাকালে বোন ও ভাগ্নের সঙ্গে তার বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাগ্নে শাহিনকে চড় মারেন হারুন। এতে ক্ষিপ্ত হয়ে বসতঘর থেকে ছুরি এনে মামা হারুনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান শাহিন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার শাহিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ইথিওপিয়ায় মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব: আফ্রিকা সিডিসি
খুলনাঞ্চলে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা
আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন : জেলেনস্কি
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াতের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন : তারেক রহমান
১০