শিক্ষকদের অংশগ্রহণে ঝিনাইদহে শিক্ষক দিবসের শোভাযাত্রা

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:১১
ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ৫ অক্টোবর ২০২৫ (বাসস): ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রার কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে প্রকৃত ও কল্যাণমুখী শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষিত প্রজন্ম তৈরি, নৈতিকতা ও মানবিক নাগরিক প্রজন্ম গড়ে তোলার নেপথ্য কারিগর মহান শিক্ষকরা। কাজেই শিক্ষকদের প্রকৃত সম্মান ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জাতীয় নেতৃবৃন্দ
৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক চৌধুরী
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে : সেলিমা রহমান
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বাল্কহেড জব্দ, ৯ জন আটক
গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা : অতিরিক্ত সচিব
বিজিবিতে আরও ২,২৫৮ পদ সৃষ্টির অনুমোদন
প্রাণী সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে : ফরিদা আখতার
স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া ও নারী সমাবেশ অনুষ্ঠিত
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
১০