শিক্ষকদের অংশগ্রহণে ঝিনাইদহে শিক্ষক দিবসের শোভাযাত্রা

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:১১
ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ৫ অক্টোবর ২০২৫ (বাসস): ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রার কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে প্রকৃত ও কল্যাণমুখী শিক্ষার প্রসারে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষিত প্রজন্ম তৈরি, নৈতিকতা ও মানবিক নাগরিক প্রজন্ম গড়ে তোলার নেপথ্য কারিগর মহান শিক্ষকরা। কাজেই শিক্ষকদের প্রকৃত সম্মান ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ইথিওপিয়ায় মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব: আফ্রিকা সিডিসি
খুলনাঞ্চলে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা
আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন : জেলেনস্কি
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াতের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন : তারেক রহমান
১০