নানা আয়োজনে ফেনীতে শিক্ষক দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৬
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার ফেনীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ফেনী, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আশরাফী। 

এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইসমাঈল হোসেন, ফেনী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মামুনুর রশিদ, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক জিএম তাজউদ্দীন পলাশ, ফেনী আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামসুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আলমগীর চৌধুরী ও বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা শফি উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, উকিল, ডাক্তার ও ইঞ্জিনিয়াররা মর্যাদা চায়, আপনারা মর্যাদা চান। টাকা দিয়ে মানুষের মর্যাদা হয় না। মর্যাদার জন্য ভালো কিছু করতে হবে। আমরা চাই আপনারা মর্যাদার আসনে আসীন হোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ইথিওপিয়ায় মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব: আফ্রিকা সিডিসি
খুলনাঞ্চলে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা
আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন : জেলেনস্কি
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াতের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন : তারেক রহমান
১০