নানা আয়োজনে ফেনীতে শিক্ষক দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৬
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার ফেনীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ফেনী, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আশরাফী। 

এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইসমাঈল হোসেন, ফেনী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মামুনুর রশিদ, জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক, ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক জিএম তাজউদ্দীন পলাশ, ফেনী আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি এটিএম শামসুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আলমগীর চৌধুরী ও বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা শফি উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, উকিল, ডাক্তার ও ইঞ্জিনিয়াররা মর্যাদা চায়, আপনারা মর্যাদা চান। টাকা দিয়ে মানুষের মর্যাদা হয় না। মর্যাদার জন্য ভালো কিছু করতে হবে। আমরা চাই আপনারা মর্যাদার আসনে আসীন হোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কর্ণফুলী টানেলে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
শিক্ষকদের মর্যাদাসম্পন্ন বেতন কাঠামোসহ ১২ দফা দাবি জানিয়েছে ইউট্যাব
প্রবীণদের ইস্যুগুলোকে সংস্কারে অন্তর্ভুক্ত করা হবে : পরিকল্পনা উপদেষ্টা
ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১,৪৩৭টি মামলা
নরসিংদীতে মাদকসহ একজন আটক
রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
শেরপুরে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনায় কায়রোতে আলোচকরা আসছেন
১০