নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২০:১৮

নারায়ণগঞ্জ, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি যাত্রবাহী বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নামের ইজিবাইকের এক আরোহী মারা গেছেন।

আজ সোমবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত যাত্রী  মোজাম্মেল হক জেলার ফতুল্লা উপজেলার সস্তাপুর এলাকার বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে। 

এ ঘটনায় আনিসুর রহমান (৩৮) ও রানা বাবু (৪০) নামের আরও দুইব্যক্তি আহত হয়েছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জমুখী লেনে দ্রুতগতিতে আসা মৌমিতা পরিবহনের একটি বাস জেলা পরিষদের কাছাকাছি এসে  একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ভেঙ্গে বাঁকা হয়ে যায়। সেসময় ইজিবাইকের চালক ও একজন যাত্রীরা গুরতর আহত হন। একই সময়ে পাশে থাকা আরেকটি মিশুকেও বাসের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই নিহত হন মোজাম্মেল হোসেন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে। পরে পুলিশ হতাহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০-শয্যা হাসপাতালে পাঠায়। 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০