নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২০:১৮

নারায়ণগঞ্জ, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের একটি যাত্রবাহী বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নামের ইজিবাইকের এক আরোহী মারা গেছেন।

আজ সোমবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত যাত্রী  মোজাম্মেল হক জেলার ফতুল্লা উপজেলার সস্তাপুর এলাকার বাসিন্দা মোক্তার হোসেনের ছেলে। 

এ ঘটনায় আনিসুর রহমান (৩৮) ও রানা বাবু (৪০) নামের আরও দুইব্যক্তি আহত হয়েছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জমুখী লেনে দ্রুতগতিতে আসা মৌমিতা পরিবহনের একটি বাস জেলা পরিষদের কাছাকাছি এসে  একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি ভেঙ্গে বাঁকা হয়ে যায়। সেসময় ইজিবাইকের চালক ও একজন যাত্রীরা গুরতর আহত হন। একই সময়ে পাশে থাকা আরেকটি মিশুকেও বাসের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই নিহত হন মোজাম্মেল হোসেন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে। পরে পুলিশ হতাহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০-শয্যা হাসপাতালে পাঠায়। 

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক : তারেক রহমান
আবারও বিসিবি সভাপতি বুলবুল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
১০