সচিবালয়ে ‘একবার ব্যবহার্য প্লাস্টিক’ নিষিদ্ধকরণে সক্রিয় মনিটরিং টিম

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৪:১১ আপডেট: : ০৭ অক্টোবর ২০২৫, ১৪:৩১
মঙ্গলবার সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধকরণ বাস্তবায়নে কার্যক্রম শুরু করে মনিটরিং টিম। ছবি : বাসস

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধকরণ বাস্তবায়নে কাজ করছে মনিটরিং টিম।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার সকাল ৯টার আগেই সচিবালয়ের ২ ও ৫ নং গেটে এই কার্যক্রম শুরু হয়।

অভিযানে সচিবালয়ে প্রবেশকারী কর্মকর্তা-কর্মচারী ও আগত দর্শনার্থীদের কাছে নিষিদ্ধ পলিথিন বা এসইউপি পাওয়া গেলে তা জব্দ করে বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ সরবরাহ করা হয়। পরবর্তী সময়ে এসইউপি নিয়ে সচিবালয়ে প্রবেশ না করার বিষয়ে কঠোর নির্দেশনাও দেওয়া হয়।

মনিটরিং টিমের পাশাপাশি সচিবালয়ের সব প্রবেশপথে তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাতে কেউ একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে ভেতরে ঢুকতে না পারে। এ সময় আগতদের এসইউপি-এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়। 
পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে মাত্র। ধাপে ধাপে সারাদেশে সরকারি অফিসে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং টেকসই জীবনধারার প্রসার নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন সেলিম
শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে ইলিনয়ের মামলা
সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেফতার দুই
ইসরাইলে আটক ফরাসি ডেপুটিরা অনশন ধর্মঘট করেছেন
সাবেক এমপি বুবলী দুইদিনের রিমান্ডে
টাইফয়েড টিকা শতভাগ নিশ্চিতের নির্দেশনা স্বাস্থ্য উপদেষ্টার
চট্টগ্রামে গাড়ি চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 
মাগুরায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
গাজায় জিম্মি মুক্তির বিষয়ে সাহায্য করতে প্রস্তুত রেড ক্রস
১০