
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্কে অবস্থান নিয়েছে। যেটি মস্কো গত এক বছর ধরে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
মঙ্গলবার এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ‘প্রায় ২০০ রুশ সেনা সেখানে বিভিন্নস্থানে অবস্থান করছে। আমরা ড্রোনের মাধ্যমে তা দেখতে পাচ্ছি। পোক্রোভস্ক দখলে নেয়া বর্তমানে রাশিয়ার প্রধান টার্গেট।