রাজবাড়ীতে সাক্ষরতা ও কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৬:৫৬
মঙ্গলবার রাজবাড়ীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের আওতায় সাক্ষরতা ও কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাজবাড়ী, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রমের আওতায় সাক্ষরতা ও কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এ প্রশিক্ষণ আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সাক্ষরতার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। এই উদ্যোগ শিক্ষিত ও স্বনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে অসংখ্য শিক্ষার্থী প্রাইমারি, হাইস্কুল অথবা কওমি মাদ্রাসা শিক্ষা থেকে ঝরে পড়েছে। অনেকেই হতাশায় ভুগছে। তাদের জন্য সরকার হাতে-কলমে শেখার যে ব্যবস্থা করেছে এটি আমাদের জন্য সৌভাগ্য। 

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য বলেন, সরকার মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই ধরনের কার্যকর প্রশিক্ষণ কর্মসূচি বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা টি টি সির অধ্যক্ষ আলিম হোসেন, চন্দনী টেকনিকাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাফরুজা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান এবং রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাস। 

বক্তারা বলেন, এই প্রশিক্ষণ শুধু সাক্ষরতা অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বাস্তব জীবনে কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে দিচ্ছে।

প্রশিক্ষণে রাজবাড়ী আলহাজ করিম উচ্চ বিদ্যালয় এবং চন্দনী টেকনিকাল স্কুল এন্ড কলেজের ৮০ জন শিক্ষার্থী ও  প্রশিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা জীবন দক্ষতা, কারিগরি জ্ঞান, স্বনিয়োজিত কর্মসংস্থান, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং সামগ্রিকভাবে ব্যক্তিগত উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জেলা সমন্বয়কারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুটির ও ক্ষুদ্র উদ্যোগ বিকাশে পিকেএসএফ-এর বিশেষ উদ্যোগ
সিলেটে ডেঙ্গুতে ২৭ দিনে আক্রান্ত ১১৩ জন
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে বিএনপি: আমীর খসরু
চাঁদপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় জরিমানা, ৬টি গাড়ি জব্দ  
রাজস্ব আদায় বাড়াতে পিডিবি’র প্রায় ৩৩ লাখ প্রিপেইড মিটার স্থাপন 
চট্টগ্রামে ভাড়াটিয়া ফুল মিয়া হত্যা মামলার আরো ২ আসামি গ্রেপ্তার
এস আলমের ৪৬৯ একর জমি জব্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৪১
আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন
১০