চট্টগ্রামে ভাড়াটিয়া ফুল মিয়া হত্যা মামলার আরো ২ আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৯:২৬

চট্টগ্রাম, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানা এলাকায় পানি ও বিদ্যুৎ বিল নিয়ে বাকবিতণ্ডায় বাড়িওয়ালার হামলায় ভাড়াটিয়া ফুল মিয়া হত্যা মামলার আরও ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। 

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়ার মুজিবুল হক মোল্লার ছেলে মো. আলম (২৫) ও একই এলাকার মো. আব্দুল মাবুদের মেয়ে সাখারা (৩২)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকায় ফুল মিয়া হত্যা মামলার ২নং আসামি মো. আলমের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই রাতে মৌলভী পুকুর পাড় রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকা থেকে মামলার ৬ নং আসামি সাখারাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিহত ফুল মিয়া (৩৫) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার বাসিন্দা ও পেশায় বাসের হেলপার ছিলেন। তিনি পরিবারসহ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। গত ২৮ সেপ্টেম্বর বিকেলে বাসার মালিক মোবারক হোসেনের সঙ্গে পানি ও বিদ্যুৎ বিল নিয়ে ফুল মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোবারক হোসেন ও তার সহযোগীরা ফুল মিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেদম প্রহার করে। গুরুতর আহত ফুল মিয়া অজ্ঞান হয়ে পড়লে আসামিরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
বাংলাদেশের যাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল বিবেচনা করে মালদ্বীপ
জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে হত্যার দায় স্বীকার করল বন্দুকধারী
জাপানের নতুন নেতৃত্ব থেকে ‘ইতিবাচক বার্তা’ লক্ষ্য করছে চীন
সাতক্ষীরায় ভার্বি কম্পোস্ট সার উৎপাদন করে সাড়া ফেলেছেন আব্দুল মালেক
জলবায়ু বাধ্যবাধকতার অভিযোগ থেকে নরওয়ে খালাস 
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত
‘ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত পতাকা উপহার’-ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য : সিএ ফ্যাক্ট চেক
ফ্যাসিবাদের প্রথম মঞ্চায়ন ২০০৬ সালের ২৮ অক্টোবর : রিজভী
এআই ও গিগা প্রকল্পে বিনিয়োগের লক্ষে বিশ্বের ব্যবসায়ী নেতাদের সম্মেলন করছে সৌদি আরব
১০