প্রয়াত সাবেক মন্ত্রী নাসিমের স্ত্রী লায়লা ও ছেলে তমালসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২০:৩৬

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস): ‎‎‎প্রয়াত সাবেক স্বরাষ্ট্র, ডাক, তার ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিমের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ও ছেলে তমাল মনসুর জয়সহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

অন্য তিনজন হলেন-সাবেক স্বরাষ্ট্র, ডাক, তার ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিমের একান্ত সচিব মীর মোশাররফ হোসেন, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় ও তার স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী।

আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, তানভির শাকিল জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে তার নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণের নামে পরিচালিত ব্যাংক হিসাব সমূহে লেনদেন পরিচালনা করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক মানিলন্ডারিং এর অভিযোগটি অনুসন্ধানের নিমিত্তে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে বিলম্ব হবে এবং অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।  বিধায়, তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পল্টন ট্রাজেডি উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী
দুদকের অভিযান : স্বাস্থ্য, শিক্ষা ও ভূমি খাতে অনিয়ম উদঘাটন
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে ড. আনিসুজ্জামান চৌধুরী
চট্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল কর্মী নিহত
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে ডামি পিস্তলসহ ৯ জন গ্রেফতার
রাবির সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
এআই ব্যবহারে গতি আনতে পারমাণবিক বিদ্যুৎ উৎপদানে ৮০ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্র সরকারের
বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ড্যাবের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন
১০