
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর শাহজাহানপুর থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৭৫ জনকে আজ অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চুড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যরা বিএনপি নেতারা হচ্ছেন- এম এ বশির নিপু, মিজানুর রহমান, রবিউল আউয়াল মিন্টু, আল আমিন, মির্জা তরিকুল ইসলাম জিকির ও এইচ কে হোসেন আলীসহ প্রমুখ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি’র উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ের সামনে ও আশেপাশে দেড় লাখের বেশি লোক সমবেত হয়। সমাবেশ শেষে শাহজাহানপুর থানার কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে পাকা রাস্তার ওপর ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় পরের দিন ২৯ অক্টোবর শাহজাহানপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় মির্জা আব্বাসহ ৪৯ জনকে আসামি করা হয়।