৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশনা প্রকাশ

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৪:৫৩

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আসন বিন্যাস ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এমসিকিউ ধরনের এ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

শুধুমাত্র ঢাকা কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করা হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) জানিয়েছে, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত মোট ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিশনের নিজস্ব দুইটি হলরুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের সুবিধার্থে আসন বিন্যাস, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা বিপিএসসি’র সরকারি ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়েছে, এগুলো হলো— পরীক্ষার দিন সকাল ৯টার মধ্যে কেন্দ্রের ভেতরে প্রবেশ সম্পন্ন করতে হবে। প্রবেশের সময় প্রবেশপত্র ও বৈধ ছবি সংবলিত পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) সঙ্গে রাখতে হবে। এ সময় মোবাইল ফোন সেট, ঘড়ি, ক্যালকুলেটর বা স্মার্ট ডিভাইসসহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। 

পরীক্ষার হলে ওএমআর শিট সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র যাতে নষ্ট না হয়, সেজন্য সতর্ক থাকতে হবে। 

কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পাওয়া গেলে, পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে।

বিপিএসসি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে: মাহফুজ আলম
শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কনস্টিটিউশন মেইকিং অ্যান্ড আনমেইকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হালদা নদী রক্ষায় তামাক চাষ ও নদী দূষণ বন্ধ করা হবে : মৎস্য উপদেষ্টা
রাজবাড়ীতে সাক্ষরতা ও কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
পঞ্চগড়ে সরকারি স্কুলে ভর্তিতে লটারি বাতিলের দাবি
নভেম্বরে গণভোট আয়োজনসহ ইসিতে ১৮ দফা সুপারিশ জামায়াতের
ভারত সিরিজ দিয়ে ফিরছেন অধিনায়ক বাভুমা
সরকারি তেল কোম্পানি এসএওসিএল’র ১১৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে রুশ বাহিনী অবস্থান নিয়েছে: জেলেনস্কি
১০