যশোরে টাইফয়েড টিকাদান কর্মসূচি : সাংবাদিকদের নিয়ে কর্মশালা 

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৫:৩৬
টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে যশোরে সাংবাদিকদের নিয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

যশোর, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে প্রচারণার অংশ হিসেবে জেলার সাংবাদিকদের নিয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। 

সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

কর্মশালায় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে দেশে প্রথমবারের মতো আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি টিকা) দেওয়া হবে। 

বক্তারা বলেন, খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সাত লাখ ৭৬ হাজার ৭৮৯টি টিকা দেওয়া হবে যশোর জেলায়। 

কোন ধরনের গুজবে কান না দিয়ে প্রাণঘাতী টাইফয়েড প্রতিরোধে ৯ মাস থেকে শুরু করে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দিতে উৎসাহিত করতে সকলের প্রতি অনুরোধ জানান তারা।

বক্তারা বলেন, এই টিকা নিতে হলে জন্মনিবন্ধন সনদ দিয়ে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। 

টিকা নেওয়ার দিন স্কুলে আসার আগে সকল শিক্ষার্থীকে খাবার খেয়ে স্কুলে আসার পরামর্শও দেন তারা। 

এ সময় জেলায় কর্মরত ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসইতে আজ ৪০১টি কোম্পানির ২৬ কোটি ৬৬ লাখ শেয়ারের লেনদেন হয়েছে
ভারত সিরিজে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন স্টার্ক, বাদ লাবুশেন
রোহিঙ্গা ক্যাম্পে ইমামদেরকে প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন
রাজধানীর মোহাম্মদপুর থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ: বিশ্বব্যাংকের পূর্বাভাস
‘অনিচ্ছা’ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় ইউরোপীয়ান লিগ খেলার অনুমতি দিল উয়েফা
আমাদের ভবিষ্যতের মা, কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে: প্রধান উপদেষ্টা 
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের পরিবর্তন এখন দৃশ্যমান
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
জোট সম্প্রসারণে নজর দিচ্ছেন জাপানের তাকাইচি
১০