যশোরে টাইফয়েড টিকাদান কর্মসূচি : সাংবাদিকদের নিয়ে কর্মশালা 

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৫:৩৬
টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে যশোরে সাংবাদিকদের নিয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

যশোর, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে প্রচারণার অংশ হিসেবে জেলার সাংবাদিকদের নিয়ে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। 

সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

কর্মশালায় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে দেশে প্রথমবারের মতো আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি টিকা) দেওয়া হবে। 

বক্তারা বলেন, খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সাত লাখ ৭৬ হাজার ৭৮৯টি টিকা দেওয়া হবে যশোর জেলায়। 

কোন ধরনের গুজবে কান না দিয়ে প্রাণঘাতী টাইফয়েড প্রতিরোধে ৯ মাস থেকে শুরু করে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দিতে উৎসাহিত করতে সকলের প্রতি অনুরোধ জানান তারা।

বক্তারা বলেন, এই টিকা নিতে হলে জন্মনিবন্ধন সনদ দিয়ে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে। 

টিকা নেওয়ার দিন স্কুলে আসার আগে সকল শিক্ষার্থীকে খাবার খেয়ে স্কুলে আসার পরামর্শও দেন তারা। 

এ সময় জেলায় কর্মরত ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কনস্টিটিউশন মেইকিং অ্যান্ড আনমেইকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাজবাড়ীতে সাক্ষরতা ও কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
পঞ্চগড়ে সরকারি স্কুলে ভর্তিতে লটারি বাতিলের দাবি
নভেম্বরে গণভোট আয়োজনসহ ইসিতে ১৮ দফা সুপারিশ জামায়াতের
ভারত সিরিজ দিয়ে ফিরছেন অধিনায়ক বাভুমা
সরকারি তেল কোম্পানি এসএওসিএল’র ১১৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে রুশ বাহিনী অবস্থান নিয়েছে: জেলেনস্কি
ইসরাইলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
১০