চট্টগ্রামে গাড়ি চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৬:২৩

চট্টগ্রাম, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি চাপায় মনি আক্তার (২৭) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে কর্ণফুলী ইপিজেডের স্টিল মিলস বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনি আক্তার চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা। তিনি কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

হাসপাতালে নিয়ে আসা গার্মেন্টসকর্মী কিসমত আরা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে পড়েছিল মনি আক্তার। সেখান থেকে সিএনজিতে করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) আনার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সকালে পতেঙ্গা থানার কর্ণফুলী ইপিজেডের সামনে থেকে সড়ক দুর্ঘটনায় আহত মনি আক্তারকে হাসপাতালে আনা হয়। সকাল সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, মনি আক্তার নামে এক শ্রমিক দুর্ঘটনার শিকার হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কনস্টিটিউশন মেইকিং অ্যান্ড আনমেইকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাজবাড়ীতে সাক্ষরতা ও কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
পঞ্চগড়ে সরকারি স্কুলে ভর্তিতে লটারি বাতিলের দাবি
নভেম্বরে গণভোট আয়োজনসহ ইসিতে ১৮ দফা সুপারিশ জামায়াতের
ভারত সিরিজ দিয়ে ফিরছেন অধিনায়ক বাভুমা
সরকারি তেল কোম্পানি এসএওসিএল’র ১১৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে রুশ বাহিনী অবস্থান নিয়েছে: জেলেনস্কি
ইসরাইলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
১০