মুন্সীগঞ্জ ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলের লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহায়তা এবং মুন্সীগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ মঙ্গলবার জেলা প্রশাকের সম্মেলন কক্ষে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কসপে প্রধান অতিথি ছিলেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এস এম তরিকুল ইসলাম বিপিএএ।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুর রহমান, ডা. মো. জসিমউদ্দীন ভূইয়া এবং বিভিন্ন উপজেলা থেকে আগত আলেম ওরামাবৃন্দ।
ওয়ার্কসপে বক্তারা বলেন, সটাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। এর জন্য জনসচেতনতা বাড়াতে আলেম ওরামাদের বিশেষ ভূমিকা রয়েছে। আলেম ওলামাদের সহযোগিতায় সচেতনতা ছড়িয়ে পড়বে শিশু কিশোরদের মধ্যে, আর এতে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।