সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেফতার দুই

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৬:৩১

সিরাজগঞ্জ, ৭ অক্টোবর, ২০২৫ ( বাসস):সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ি থামিয়ে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ মঙ্গলবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ৩ অক্টোবর রাতে জেলার কড্ডার মোড়ে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে হামলা চালায়। তারা যাত্রীদের মারধর করে এবং মূল্যবান মালামাল লুট করে নেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। এরপর র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি বিশেষ দল গতকাল সোমবার বিকেলে সায়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন,সিরাজগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের মো. রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) এবং সায়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।

র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গ্রেফতার দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের ভিডিও বাংলাদেশের বলে প্রচার: বাংলাফ্যাক্ট
কৃষিজমি আমাদের জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতির প্রাণ: ভূমি উপদেষ্টা
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 
চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ৪৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চসিক
কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ঢাবি অধ্যাপক মোর্শেদ
জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর লক্ষ্য বাংলাদেশের
প্রিমিয়ার লিগের আগ্রহকে উপেক্ষা করে বায়ার্নেই থাকার কথা জানালেন কেন
ইসরাইলে হামাসের হামলার বার্ষিকীতে বিক্ষোভ না করার আহ্বান স্টারমারের
বরিশালে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা : কাস্টমস কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা
১০