সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেফতার দুই

বাসস
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৬:৩১

সিরাজগঞ্জ, ৭ অক্টোবর, ২০২৫ ( বাসস):সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ি থামিয়ে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ মঙ্গলবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ৩ অক্টোবর রাতে জেলার কড্ডার মোড়ে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে হামলা চালায়। তারা যাত্রীদের মারধর করে এবং মূল্যবান মালামাল লুট করে নেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। এরপর র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি বিশেষ দল গতকাল সোমবার বিকেলে সায়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন,সিরাজগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের মো. রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) এবং সায়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।

র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গ্রেফতার দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কনস্টিটিউশন মেইকিং অ্যান্ড আনমেইকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাজবাড়ীতে সাক্ষরতা ও কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ
পঞ্চগড়ে সরকারি স্কুলে ভর্তিতে লটারি বাতিলের দাবি
নভেম্বরে গণভোট আয়োজনসহ ইসিতে ১৮ দফা সুপারিশ জামায়াতের
ভারত সিরিজ দিয়ে ফিরছেন অধিনায়ক বাভুমা
সরকারি তেল কোম্পানি এসএওসিএল’র ১১৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোক্রোভস্কে রুশ বাহিনী অবস্থান নিয়েছে: জেলেনস্কি
ইসরাইলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
নির্বাচন কমিশন সচিবালয়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ
বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
১০