চট্টগ্রাম, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশিষ্ট শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদের নামাজে জানাজা বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
হাটহাজারী উপজেলার ফতেহপুরের মদনহাট উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। জানাজা শেষে তাঁকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক তোফায়েল আহমেদ বুধবার রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, জামাতা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।