রাজশাহী, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : “জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর” এই প্রতিপাদ্যে রাজশাহী মহানগরীতে বিশ্ব ডাক দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নগরীর লক্ষিপুরে অবস্থিত ডাক বিভাগের কার্যালয় থেকে একিটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বিভাগের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উত্তরাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উত্তরাঞ্চল রাজশাহীর পোস্ট মাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ডাক জীবন বিমার রিজিওনাল ম্যানেজার খন্দকার মাহবুব হোসেন ও রাজশাহী জিপিও’র সিনিয়র পোস্টমাস্টার মাহফুজুর রহমান।
সভায় বক্তারা বলেন, ডাকবাক্স, ডাকঘর, ডাকপিয়ন এসব শব্দ আজকের যুগে খুব প্রয়োজনীয় না হলেও একসময় মানুষের মন এসবেই পড়ে থাকতো। দিনের পর দিন অপেক্ষা করে থেকেছে ডাকপিয়নের জন্য। সবই এখন আধুনিকতার আলোতে পুরাতন স্মৃতিতে ঠাঁই নিয়েছে। ডিজিটাল যুগে এসে আগের আবেদন হারিয়ে গেলেও ডাক বিভাগকে নিয়ে সময়োপযোগী চিন্তাভাবনা করছে সরকার। ইতোমধ্যে কিছু কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
বক্তারা আরো বলেন, ই-কমার্সের জন্য ডাকঘর এখন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দেশব্যাপী ডাকঘরের যে বিশাল অবকাঠামো ও জনবল আছে তা দেশের অন্য যেকোনো প্রতিষ্ঠানের নেই।
এছাড়াও দিবসটি উপলক্ষে পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।