নরসিংদী, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার” শীর্ষক কার্যক্রমের আওতায় টাইফয়েড টিকাদান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস, নরসিংদী গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়।
জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়াইদুল কাবির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক।
বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপপরিচালক মো. ইউসুফ আলী, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু ও কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।