টাঙ্গাইলে ১০,১৬,১১২ জন শিশু টাইফয়েড টিকাদানের আওতায়

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৪:৩৭ আপডেট: : ০৯ অক্টোবর ২০২৫, ১৬:২৬
ছবি : বাসস

টাঙ্গাইল, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার ও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে  মিডিয়াকর্মীদের অংশগ্রহণ করেন।

জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু। 

জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিব মোল্লা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। 

কর্মশালায় জেলা সিভিল সার্জন জানান, টাঙ্গাইল জেলায় মোট ৪ হাজার ৪০৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১০ লাখ ১৬ হাজার ১১২ জন শিশু পর্যায়ক্রমে টাইফয়েড টিকার আওতায় আনা হবে।

তিনি আরো জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান অভিযানের সাফল্য নিশ্চিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ভুল তথ্য প্রতিরোধে গণসচেতনতা তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। সেই সঙ্গে অভিভাবকদের তাদের শিশুর টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে জেলা পর্যায়ে ১৬ লাখ ৩২ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে-সিভিল সার্জন
মুন্সীগঞ্জে চারলাখ ৬৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেয়া হবে 
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ
কঠিন চীবর দান উপলক্ষে রাঙ্গামাটি সেনা রিজিয়নের সমন্বয় সভা
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি : বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া
পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন ইইউ প্রধান
চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
দেশব্যাপী সকল অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু করেছে এনবিআর
১০