হবিগঞ্জ, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস): আগামী ১২ অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. রত্মদ্বীপ বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান, মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান ও ডা. কলিম উদ্দিনসহ অনেকে।
সম্মেলনে সিভিল সার্জন জানান, স্থানীয় বিয়াম ল্যাবরেটরি স্কুলে আগামী ১২ অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাপম্পইনের উদ্বোধন করা হবে। এতে জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত থাকবেন।
জেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা হচ্ছে ৭ লাখ ১৪ হাজার ৭০৬ জন। এর মধ্যে ১০টি স্থায়ী কেন্দ্র ও ১৮৯৫টি অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
এ সময় সিভিল সার্জন আরো বলেন, টিকাদানে যেকোনো ধরনের গুজব রোধে সাংবাদিকদের ভূমিকা অপরিসিম। তাই কোনো গুজবে কান না দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এই সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশগ্রহণ করেন।