নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: সাংবাদিকদের নিয়ে কর্মশালা

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৫:৪৪
নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ছবি: বাসস

নড়াইল, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক ও প্রচার কার্যক্রম শীর্ষক  প্রকল্পের আওতায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে জেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীদের সঙ্গে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এসএম আব্দুল হক।ভার্চুয়ালি বক্তব্য দেন গণযোগাযোগ অধিদফতরের উপ-পরিচালক মিজ নাসিমা খাতুন।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ‘টাইফয়েড এখন দেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। তাই গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা টিকাদান কার্যক্রম সফল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সিভিল সার্জন জানান, জেলার ৩ উপজেলায় মোট ২লাখ ১৩ হাজার ৭১৫জন শিশুকে টাইফয়েড টিকাদানের আওতায় আনা হবে। আগামী ১২ অক্টোবর  থেকে জেলাজুড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। তিনি বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু ও কিশোরদের এই টিকা দেওয়া হবে। ইতোমধ্যেই স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, টিকা সংরক্ষণ ও প্রচারণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালার শেষে মতবিনিময়, প্রশ্নোত্তর পর্ব ও তথ্যপুস্তিকা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লাসলো ক্রাসনাহোরকাই
নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
ভোলায় ৬ লাখ ৭৮ হাজার ৭৭৮ শিশু পাবে টাইফয়েড টিকা
কারিগরি শিক্ষা অধিদপ্তরের রথীন্দ্রনাথ ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সরকারি দপ্তরে সৌর প্যানেল স্থাপন ও বায়ু বিদ্যুতের সম্ভাবনা খুঁজতে নানা উদ্যোগ গ্রহণ
শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণায় দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত করতে হবে : তারেক রহমান
চুয়াডাঙ্গায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
চাকসু নির্বাচন : বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেলের ইশতেহার ঘোষণা
আলজেরিয়ার পক্ষে খেলার সুযোগ পেয়ে গর্বিত জিদান পুত্র লুকা
১০