পিরোজপুর, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাঈদ খান এর উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন।
বুধবার ইন্দুরকানী সদর উপজেলার ভবানীপুর এবং পাড়েরহাট ইউনিয়নের গাজীপুর ও লাহুরী গ্রামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ লিফলেট পৌঁছে দেওয়া হয়।
এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, জিয়ানগর উপজেলা ছাত্রদলের সভাপতি আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল সিকদার, জিয়ানগর উপজেলা মহিলা দলের নেত্রী মমতাজ বেগম ও রোজিনা বেগমসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানিয়েছেন, তারা এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের মধ্যে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছেন এবং তাদের কর্মসূচি চলমান থাকবে।