ঝিনাইদহ, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): ঝিনাইদহ সদর উপজেলার প্রায় সাড়ে ৫ হাজার কৃষকের মধ্যে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মধ্যে গমসহ বিভিন্ন জাতের ডাল, তেল, বাদাম ও পেঁয়াজের বীজ বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. নূর এ নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জুনায়েদ হাবিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল প্রমুখ।
কৃষি অফিস জানিয়েছে, সদর উপজেলার সকল ইউনিয়নের তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়। চলতি রবি মৌসুমে দেশে তেল, বাদাম, গম ও ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ বিতরণ করা হয়েছে।
জানা গেছে, সদর উপজেলার সাড়ে ৭শ’ কৃষকের মধ্যে জনপ্রতি ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৩ হাজার ৪শ’ কৃষকের মধ্যে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৫৫ জন কৃষকের মধ্যে জনপ্রতি ১ কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া ২০ জন কৃষকের মধ্যে জনপ্রতি চীনা বাদাম ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়েছে। একইভাবে ২শ’ কৃষকের মধ্যে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
দেশীয় ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ১ হাজার কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি মসুল ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ৬০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৮ কেজি খেসারি ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূর-এ-নবী বলেন, চলতি রবি মৌসুমে সদর উপজেলার ৫ হাজার ৪৮৫ জন কৃষকের মধ্যে মোট ২৪ দশমিক ৩৩৫ টন বীজ ও প্রায় ১০০ টন সার বিতরণ করা হয়েছে। তেল ও ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষা, সূর্যমুখী, মসুর ও খেসারি ডালের বীজ বিতরণ করেছি। এছাড়া গম, চিনা বাদাম ও শীতকালীন পেঁয়াজের উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে।