যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৩
বৃহস্পতিবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সভাকক্ষে ফলাফল ঘোষণা হয়। ছবি : বাসস

যশোর, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫০ দশমিক ২০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৯৯৫ শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম।

যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, এ বছর যশোর বোর্ড থেকে এক লাখ ১২ হাজার ৫৭৪ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৫৬ হাজার ৫০৯ শিক্ষার্থী।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১৫ হাজার ৯৩১ জন, মানবিক বিভাগের ৩৪ হাজার ৩ জন ও বাণিজ্য বিভাগে ছয় হাজার ৬৭৫ শিক্ষার্থী রয়েছে। গত বছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে।

গতবছর যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল ৬৪ দশমিক ২৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৭৪৯ শিক্ষার্থী।

যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম বলেন, জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের বড় একটি অংশ রাজপথে ছিল। এরপর পড়াশোনায় তারা ঠিকমতো ফিরতে পারেনি। সে কারণে ফলাফল কিছুটা খারাপ হয়েছে।

এছাড়া অসুস্থ্য প্রতিযোগিতা থেকে বের হয়ে পরীক্ষার খাতার মূল্যায়ন সঠিকভাবে করা, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া এবং ইংরেজিতে অনেক শিক্ষার্থী খারাপ করায় পাশের হার কমে গেছে বলে তিনি মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০