মুন্সীগঞ্জে ৩৭ কোটি টাকার জাল ও ইলিশসহ ১৪ জন আটক

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৩:১০
ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার শ্রীনগরে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৩৭ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও ৩৩ কেজি ইলিশসহ ১৪ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা, সেনাবাহিনী, মৎস্য অধিদপ্তর, পুলিশ ও আনসারের সমন্বয়ে শ্রীনগর থানার বাঘড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩৬ কোটি ৭৫ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ১ কোটি ৫ লাখ মিটার কারেন্ট জাল এবং ৩৩ কেজি ইলিশ জব্দ করা হয়।

জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয় এবং ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আটক ১৪ জেলেদের মধ্যে ৩ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৫২.৫৭ শতাংশ
দিনাজপুরে লড়ির চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী নিহত
রাশিয়া ও ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নরওয়ের নাগরিক দোষী সাব্যস্ত
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল নেপাল-ওমান
মাদাগাস্কারে গণতন্ত্র সংরক্ষণের আহ্বান ফ্রান্সের
চট্টগ্রামে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন
হাত ধোয়া দিবস উপলক্ষে জয়পুরহাটে র‌্যালি
ইন্দোনেশিয়ায় তেল ট্যাঙ্কারে আগুনে ১০ জন নিহত
বাংলাদেশ-উগান্ডা পররাষ্ট্র দপ্তরের পরামর্শ চুক্তি স্বাক্ষরিত
১০