নওগাঁয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৪:০৯
নওগাঁয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত। ছবি: বাসস

নওগাঁ, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার নিয়ামতপুরে সন্তোষপাড়া যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে দিনব্যাপী আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দিনভর এ খেলা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে ট্রফি, ফুটবল ও জার্সি তুলে দেয়া হয়। তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়াতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলছেন স্থানীয়রা।

উপজেলার চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শামসুদ্দিন আহম্মেদ, ইসাহাক আলী।

দিনব্যাপী ৮টি টিমের এই ফুটবল টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলার ফুটবল টিম অংশগ্রহণ করেন। ফাইনালে নিয়ামতপুরকে ২-০ গোলে পরাজিত করে পোরশা উপজেলা একাদশ চাম্পিয়ন হন। দীর্ঘদিন পর এমন আয়োজনে কানায় কানায় পরিপূর্ণ দর্শক ছিলো মাঠ জুড়ে। আনন্দ উৎসাহ আর উদ্দীপনা মধ্যে দিয়ে শেষ হয় এই টুর্নামেন্ট।

ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি নুরুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আমরা চাই তরুণরা যেন খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে নিজেদের গড়ে তোলে যাতে আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায়ের, দক্ষতার ও স্বপ্নের। শেষে বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি, জার্সি এবং ফুটবল উপহার দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০