টাঙ্গাইলের যমজ দুই বোন এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:১৭
বাবার সঙ্গে রুবাবা ও রুবাইয়া । ফাইল ছবি

টাঙ্গাইল, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় মির্জাপুর উপজেলার যমজ দুই বোন রুবাবা ও রুবাইয়া জামান এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছে।
ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে তারা জিপিএ-৫ পেয়েছে।

এর আগে ২০২৩ সালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সব বিষয়ে জিপিএ-৫ পায় তারা।

রুবাবা জামান ও রুবাইয়া জামানের বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে।  ঠিকাদার মো. কামরুজ্জামান খোকন ও গৃহিণী মাহমুদা জামানের জমজ ২ মেয়ে। এর আগে  দুই বোন  প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিল।

রুবাবা ও রুবাইয়া জামান বলেন, আমাদের এই সাফল্যের পেছনে মা-বাবা বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা দুই বোন ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই। আমরা ম্যাজিস্ট্রেট হতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।

তাদের বাবা কামরুজ্জামান মুঠোফোনে জানান, তার যমজ দু’মেয়ে ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী। মেয়েদের একের পর এক এমন সাফল্যে আমিসহ আমাদের পরিবারের সবাই খুশি। আমি মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. এনামুল ইসলাম বলেন, রুবাবা ও রুবাইয়া জামান খুবই শান্ত, মেধাবী ও কঠোর পরিশ্রমী। তাদের দুজনের সাফল্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তারা লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রাখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপনে চুক্তি
বসনিয়ার নার্সিংহোমে আগুনে নিহত ১১, আহত ৩০
১০