ঢাবিতে বাংলাদেশ-চীনা ভাষা শিক্ষা বিষয়ক ফোরাম অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:২২
ছবি: ঢাবি জনসংযোগ দপ্তর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ-চীনা ভাষা শিক্ষা বিষয়ক ৫ম ফোরাম অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (উন্নয়ন ও গবেষণা) ও যুগ্মসচিব মো. নুরুজ্জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই । 

স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ও শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুমের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট এই ফোরাম আয়োজন করে। সার্বিক ব্যবস্থাপনায় ছিল ঢাকাস্থ চীনা দূতাবাস।

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এই অনুষ্ঠান বাংলাদেশে চীনা ভাষার বিকাশ ও আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্ক অনেক পুরানো। ব্যবসা-বাণিজ্য, একাডেমিক কিংবা প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর মধ্য দিয়ে সেই সম্পর্ক আরো দৃঢ় করতে আজকের এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিশ্বায়নের এই যুগে আমাদের ভাষাগত দক্ষতার অবশ্যই প্রয়োজন রয়েছে। এজন্য কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা ও সংস্কৃতি শেখা এবং সাংস্কৃতিক বিনিময়ের সুবিধা দেওয়া হয়েছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত উন্নয়নে অনেকটায় এগিয়েছে চীন। সেজন্য চীন ও বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, একাডেমিক কিংবা প্রযুক্তিগত সম্পর্ককে সামনে রেখে এই আয়োজনের গুরুত্ব রয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বাংলাদেশ-চীনা ভাষা শিক্ষক সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম-হোংহো কনফুসিয়াস ক্লাসরুম, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ১২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় দুটি একাডেমিক সেশন। যেখানে চীন এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করেন। বিকেলে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী ফোরামের কার্যক্রম সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএসবি গ্লোবালের স্বত্বাধিকারী খায়রুল বাশারের ৪ কোটি টাকার ফ্ল্যাট জব্দ 
রাশিয়ার ‘হাইব্রিড’ হুমকি মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রণয়ন করছে জার্মানি : মের্ৎস
আফগানিস্তান-পাকিস্তান অস্ত্রবিরতিকে স্বাগত জানালো ইরান, সংলাপের আহ্বান
ফরমুলা স্টুডেন্ট চায়না ২০২৫-এ এমআইএসটি ব্লিটজের গৌরবোজ্জ্বল সাফল্য
শহীদ আবু সাঈদের আত্মত্যাগ সারাবিশ্বের জন্য স্মরণীয় : ইরানি রাষ্ট্রদূত
মা ইলিশ রক্ষায় সারাদেশে নৌ-বাহিনীর অভিযান
দুই শতাব্দীর ইতিহাস বহন করছে পাবনা
নানা কর্মসূচিতে সিভাসু’তে বিশ্ব খাদ্য দিবস পালিত
তিন ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে ভর্তিতে ইউজিসি’র সতর্কতা
এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য
১০