ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল : জিপিএ-৫এর হার ৯৯.৬৬%

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:২৬

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।

এবারের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮৭ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্ত ৯৯ দশমিক ৬৬ শতাংশ। বিগত ২০২৪ সালেও এইচএসসি পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের জিপিএ-৫ প্রাপ্তির হার ছিল ৯৯ দশমিক ৬৬ শতাংশ।

বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকস ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। কলেজ থেকে শিক্ষা লাভের পর ক্যাডেটরা যেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে সে লক্ষ্যে কলেজসমূহে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।

ক্যাডেট কলেজের ক্যাডেটদের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে ক্যাডেট কলেজের আভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, ক্যাডেট কলেজসমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা, কলেজে কর্মরত সকল শ্রেণির ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দিন পতনের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী
এইচএসসিতে ১,২১৮ জিপিএ-৫ পেয়ে এগিয়ে রাজউক উত্তরা মডেল কলেজ
বিএসবি গ্লোবালের স্বত্বাধিকারী খায়রুল বাশারের ৪ কোটি টাকার ফ্ল্যাট জব্দ 
রাশিয়ার ‘হাইব্রিড’ হুমকি মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রণয়ন করছে জার্মানি : মের্ৎস
আফগানিস্তান-পাকিস্তান অস্ত্রবিরতিকে স্বাগত জানালো ইরান, সংলাপের আহ্বান
ফরমুলা স্টুডেন্ট চায়না ২০২৫-এ এমআইএসটি ব্লিটজের গৌরবোজ্জ্বল সাফল্য
শহীদ আবু সাঈদের আত্মত্যাগ সারাবিশ্বের জন্য স্মরণীয় : ইরানি রাষ্ট্রদূত
মা ইলিশ রক্ষায় সারাদেশে নৌ-বাহিনীর অভিযান
দুই শতাব্দীর ইতিহাস বহন করছে পাবনা
নানা কর্মসূচিতে সিভাসু’তে বিশ্ব খাদ্য দিবস পালিত
১০