খুলনায় বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৪
শনিবার খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় বিভাগ পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: বাসস

খুলনা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনায় বিভাগ পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রিলিজিয়াস অ্যাটাশে অফিস, রাজকীয় সৌদি দূতাবাসের উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোগ্রামের সার্বিক তত্বাবধায়ক শাইখ হিকমাত উল্লাহ আল মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা আব্দুর রহিম।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা সাঈদ আহমেদ, হাফেজ শফিকুল ইসলাম, শফিকুর রহমান ও হাফেজ মো. হুমায়ুন কবির।

খুলনা বিভাগের দশটি জেলা এবং ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলাসহ মোট ৬০ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে ‘ক’ ও ‘খ’ শাখায় ১৯ জন করে মোট ৩৮ জন পুরুষ এবং ‘গ’ শাখায় ২৩ জন নারী প্রতিযোগী অংশগ্রহণ করেন।

তিনটি শাখা থেকে সর্বমোট ১২ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও ব্যাগ তুলে দেন অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে পবিত্র কুরআন তিলাওয়াত, মুখস্থ ও চর্চার আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। ইসলামি শিক্ষা ও মূল্যবোধ বিস্তারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ
ইঞ্জিনিয়ার পড়ে চাকরি না করে সফল উদ্যোক্তা হলেন কানিজ ফাতেমা
১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির
ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্রদ্ধাঞ্জলি
তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ : চব্বিশের শহীদ পরিবার বিএনপি’র সঙ্গে কাজ করবে
ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বাড়ল
অগণতান্ত্রিক পদ্ধতিতে রাজপথ আর উত্তপ্ত হতে দেব না : সালাহউদ্দিন আহমেদ
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
৭ নভেম্বর শুরু হওয়া দলকে সংস্কার শেখাতে হবে না : মওদুদ হোসেন আলমগীর পাভেল
১০