মানবজীবন ও প্রযুক্তি বদলে দিচ্ছে এআই : খুবি উপাচার্য

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৩:৩০
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম শনিবার ‘ইনোভেশন উইথ এআই’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

খুলনা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বজুড়ে মানবজীবন ও প্রযুক্তি ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)’র উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ মন্তব্য করেছেন।

‘ইনোভেশন উইথ এআই’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খুবি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের (বিভাগ) স্মার্ট ক্লাসরুমে শনিবার বিকেলে সেমিনারটি হয়।

‘ইনভেনটাম ৪.০’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ক্লাব এই আয়োজন করে।

উপাচার্য বলেন, ‘এআই এমন এক বুদ্ধিমত্তা যা যন্ত্রকে মানুষের মতো চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এটি দ্রুত ও সঠিক ফলাফল দেয়। ভবিষ্যত উন্নয়ন, উদ্ভাবন ও সৃজনশীলতার মূল চালিকাশক্তি হবে এআই।’

অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে চায় খুলনা বিশ্ববিদ্যালয়। এ জন্য সব ডিসিপ্লিনে (বিভাগে) এআইভিত্তিক কোর্স ও প্রশিক্ষণ চালুর পরিকল্পনা রয়েছে। এভাবে ধাপে ধাপে এআই ভিত্তিক শিক্ষা ও গবেষণার সংস্কৃতি গড়ে তোলা হবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসই ডিসিপ্লিনের অধ্যাপক ড. জি এম আতিকুর রহমান। এছাড়াও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক বক্তব্য দেন।

ইনোভেশন ক্লাবের সভাপতি চিরঞ্জিত পাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সহ সভাপতি আশা আক্তার। অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শ্যামলী নন্দী ও স্ট্যাটিস্টিক্স ডিসিপ্লিনের অর্ণব কুণ্ডু যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠান শেষে উপাচার্য ‘ইনভেনটাম ৪.০’ উদ্যোগ আয়োজিত ‘আইডিয়া হান্টিং’ ও ‘আর্টিকেল রাইটিং’ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও পদক তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিস্তা বাঁচাতে সোচ্চার চবি শিক্ষার্থীরা
৪৯ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল বিশ্ব পরিসংখ্যান দিবস
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
১০