নিরাপদ জনপদ গড়ে তোলা বিএনপির অঙ্গীকার : সরদার নূরুজ্জামান

বাসস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৪:৪৬
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরদার মো. নূরুজ্জামান শনিবার গোপালগঞ্জ-২ আসনে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। ছবি: বাসস

গোপালগঞ্জ, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সরদার মো. নূরুজ্জামান বলেছেন, নিরাপদ ও শান্তির জনপদ গড়ে তোলাই বিএনপির অঙ্গীকার। মানবিক ও ন্যায়ভিত্তিক ঐক্যবদ্ধ সমাজ গঠন বিএনপির একমাত্র লক্ষ্য।

শনিবার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-২ আসনে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে মানুষের কাছে দলের বার্তা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তিনি এ লিফলেট বিতরণ করেন। এ সময় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

সরদার মো. নূরুজ্জামান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট, সামাজিক বৈষম্য এবং মানুষের মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং থাকবে।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, রাজনৈতিক প্রতিহিংসা নয়, গণতন্ত্র ও জনগণের কল্যাণকে সামনে রেখেই একটি উন্নত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে, তা শুধু দলের নয়, দেশের আপামর জনসাধারণের অধিকার ফিরিয়ে আনার একটি অঙ্গীকার।

এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা
অস্ত্র মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের বিরুদ্ধে চার্জশিট
স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে : জয়নুল
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা কাল শুরু
রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদি সহযোগিতা কামনা পরিবেশ উপদেষ্টার
পরিমাপের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম : প্রধান উপদেষ্টা
ইরানের নতুন মেট্রো স্টেশনে ভার্জিন মেরির প্রতি সম্মান প্রদর্শন
অস্ট্রেলিয়ার বিলাসবহুল হোটেলের সুইমিংপুলে কুমির
ভূমিসেবায় এসিল্যান্ডদের কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য নয় : ভূমি উপদেষ্টা
জামালপুর জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
১০